মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলার আদালত সংলগ্ন নব-নির্মিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ৩০ জুলাই (রোববার) সকাল সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাইকগাছা উপজেলা সহ সারাদেশে পঞ্চম পর্যায়ে নির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রোববার সকালে মসজিদ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন পাইকগাছা উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে আদালত সংলগ্ন নব-নির্মিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, গনপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু জাফর সিদ্দিকী, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, অধ্যক্ষ মিহির বরন মন্ডল, প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ জাহাঙ্গীর আলম, ঠিকাদারি প্রতিষ্ঠান রুপা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী শেখ ইবাদত হোসেন, সাবেক প্যানেল চেয়ারম্যান বিএম আরেফিন, যুবলীগের সাবেক নেতা শামিম আহসান, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, গৌতম রায়, তছলিম হুসাইন তাজসহ ধর্ম বিষয়ক মন্ত্রালয়, ইসলামিক ফাউন্ডেশন ও গনপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানাগেছে, তিন তলা বিশিষ্ট অত্যাধুনিক এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিচ তলায় রয়েছে ইমাম ও প্রতিবন্ধীদের কুরআন প্রশিক্ষণ রুম। মৃত ব্যক্তিদের গোসলের ব্যবস্থা ও গাড়ি পার্কিং সুবিধা। দ্বিতীয় তলায় নামাজের স্থান এবং সামনের অংশে জানাজা নামাজের ব্যবস্থা। এছাড়া অফিস রুম, কনফারেন্স রুম, দুইটি গেস্ট রুম, ওযু ও গোসল খানা এবং তৃতীয় তলার একাংশে পুরুষ ও অপরাংশে নারীদের নামাজের ব্যবস্থা। তাছাড়া রিসোর্স রুম ও অফিস রুম সহ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের থাকার ব্যবস্থা।
আপনার মতামত লিখুন :