• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় ভাই-ভাবী ও ভাইপো’র বিরুদ্ধে জেলা প্রশাসক সহ তিন দপ্তরে অভিযোগ মহিলা ইউপি সদস্যের


প্রকাশের সময় : জুন ১, ২০২৫, ৭:০৯ অপরাহ্ন / ১২৭
খুলনার পাইকগাছায় ভাই-ভাবী ও ভাইপো’র বিরুদ্ধে জেলা প্রশাসক সহ তিন দপ্তরে অভিযোগ মহিলা ইউপি সদস্যের

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় গাছ কেটে নেয়া ও হারির টাকা আত্মসাৎ, মারপিট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করায় ভাই-ভাবী ও ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করেছে অরুনা বেগম নামে এক মহিলা ইউপি সদস্য। তিনি উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড এবং আনছার ভিডিপির সদস্য। তার মায়ের মৃত্যুান্ত রেখে যাওয়া ২২ শতক জমি তিনি ও তার ভাই মোস্তফা মোল্লা ওয়ারেশ থাকেন। এ জমিতে পুকুর ও গাছপালা রয়েছে। ২৯ মে গায়ের জোরে ভাই মোস্তফা, ভাবী নিলীমা বেগম ও ভাইপো আলী মোল্লা তিনটি মেহগনি গাছ কেটে নিয়েছে ও আত্মসাৎ করেছে পুকুরের হারির টাকা। হারির টাকা চাওয়া ও গাছ কাটতে  বাঁধা দেয়ার অপরাধে তাকে  মারপিট করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারে করায় প্রতিকার চেয়ে তিনি খুলনা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিস ও থানায় পৃথক অভিযোগ করেছেন।

এ বিষয়ে ভাই মোস্তফা মোল্যার কাছে জানতে চাইলে তিনি মারপিটের কথা অস্বীকার করেন।