মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট স ম ইউসুফ আলীর ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে পাইকগাছা বনানী সংঘ কার্যালয়ে পাইকগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন কমিটির আয়োজনে ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি জি এ রশিদ এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, মুখ্য আলোচক এ্যাডভকেট শফিকুল ইসলাম কচি।
বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এ্যাডভোকেট তৈয়েব হোসেন নুর, মুক্তিযুদ্ধা গাজী রুহুল আমিন, আব্দুল গফুর, এ্যাডভোকেট মোজাফফর হাসান, প্রজিৎ রায়, স ম ইউসুফ আলীর একমাত্র পুত্র হাদিছুজ্জামান হাদি, নিজাম উদ্দিন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য সন্তোষ কুমার সরদার, পাইকগাছা রিপোটার্স ইউনিটির নির্বাহী সদস্য জিএম মিজানুর রহমান মিজান। উপস্থিত ছিলেন এ্যাডভোকেট রাশনা শারমিন আখি, মো রবিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন রাজা, পাইকগাছা রিপোটার্স ইউনিটির সহ- সভাপতি মোঃ আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, সদস্য মাজহারুল ইসলাম মিথুন, কাজী সোহাগ, কার্যকরী সদস্য শফিয়ার রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :