মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় বিদেশী মদ ও মোটর সাইকেলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিদের নামে থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দুইটার দিকে অভিযান চালিয়ে পৌর সদরের শিবসা ব্রিজের উপর থেকে তাদেরকে আটক করা হয়। তারা সোলাদানা ইউনিয়নে মাদক বিক্রয়ের জন্য মোটর সাইকেল যোগে যাচ্ছিল। এ সময় তাদেরকে পুলিশ গতি রোধ করলে তারা দৌড়ে পালাতে যায়। এ সময় ব্রিজের শেষ প্রান্তে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার সোলাদানা ইউনিয়নের টেংরামারী গ্রামের বঙ্কিম ঢালীর ছেলে প্রনয় ঢালী (২৫), গড়ইখালী ইউনিয়নের হাতিয়া ডাঙ্গা গ্রামের শংকর সানার ছেলে অভিজিৎ সানা (২৪), ও ডুমুরিয়া উপজেলার চ্যাংমারী গ্রামের সুজিৎ মন্ডলের ছেলে রনি মন্ডল (২১)।
তাদের স্বীকারোক্তিতে মোটর সাইকেলে থাকা ব্যাগে রাখা HIGHLAND QUEEN, BLENDED SCOTCH WHISKY, 100 CL (১ লিটার) ও দুই বোতল দেশি মদ বোতলের গায়ে লেবেলের উপর ইংরেজিতে CAREWS 750 ML, Tasrina VODKA,
PRODUCT OF BANGLADESH এবং এক টি লাল সাদা রংয়ের টিভিএস মোটর সাইকেল জব্দ করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ীদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :