মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজার ভেদামারি মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে নববধূ আয়শা খাতুনের মৃত্যু হয়েছে। নিহত আয়শা খাতুন উপজেলার কপিলমুনি ইউপির প্রতাপকাটী গ্ৰামের নব-বিবাহিত কাঁকড়া ব্যবসায়ী সাদ্দাম হোসেনের স্ত্রী। এছাড়াও উক্ত সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক স্বামী সাদ্দাম হোসেন ও তার মা। সোমবার সকাল ১১ টার দিকে কপিলমুনি ইউপির আগড়ঘাটা বাজার সংলগ্ন ভেদামারি মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রাড়ুলি ইউপির ষষ্ঠী তলা বাপের বাড়ি থেকে শশুর বাড়ি যাওয়ার পথিমধ্যে (মোটরসাইকেল যোগে) আগড়ঘাটা ভেদামারি মোড়ে পাইকগাছা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা জ-০৪-০০৬১ খুলনা গামী বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে আয়শা খাতুন মোটরসাইকেল থেকে পড়ে যায় এমতাবস্থায় ঘাতক চলমান বাসটি তার মাথার উপর দিয়ে চলে যায়।
এ সময় ঘটনাস্থলেই আয়েশা খাতুনের মৃত্যু হয়। আয়শা খাতুনকে বাস চাপা দিয়ে চলে যাওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত একজন মটরসাইকেল চালিয়ে বাদামতলা নামক স্থানে বাসটিকে আটক করে। উপস্থিত জনতা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট শেষে লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।