• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় বাজার মনিটরিং কার্যক্রম জোরদার: মোবাইল কোর্টে জরিমানা আদায়


প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৩, ৯:৪৫ অপরাহ্ন / ৮১
খুলনার পাইকগাছায় বাজার মনিটরিং কার্যক্রম জোরদার: মোবাইল কোর্টে জরিমানা আদায়

মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা,খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রশাসনের চোখফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতা ঠেকানোর কাজে অব্যাহত রয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় বাজারদর মনিটরিংয়ে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে, মূল্য তালিকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য যাচাই এবং ভোক্তা অধিকার আইন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বাজার মনিটরিং- এ যান। এসময়ে বাজারে মুদির দোকান, ফল, সবজি, মাছ, মাংস, মুরগিসহ নিত্য পণ্যের বাজার ঘুরে দেখেন তিনি। এছাড়াও ৩০শে মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় উপজেলার রাড়ুলী ইউপি’র বাঁকাবাজার, কাটিপাড়া বাজারের বিভিন্ন হোটেল, মিষ্টির দোকান, মুদি, ঔষধের দোকান, কাঁচাবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারা অমান্য করার অপরাধে এবং ২০১৮ সড়ক আইনে ৪টি মামলায় মোট ২৭’শ টাকা জরিমানা আদায় করা হয়। এসময়ে পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, আনসার সদস্য সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা সকলের কর্তব্য। অভিযানে বাজারের খুচরা এবং পাইকারী বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবাইকে পবিত্র রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও প্রতিটি দোকানে সেবা মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে দিতে, ডিজিটাল ওজন পরিমাপক মেশিন স্থাপন, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ নানা বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।