মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখা অফিসের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার হাসপাতাল মোড় সংলগ্ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজস্ব ভবনে দীর্ঘ ১২ বছর পর উক্ত দলীয় অফিসটির উদ্বোধন করা হয়। উপজেলা শাখার এ অফিসটি উদ্বোধনের পর নেতা কর্মীদের মাঝে নতুন করে আবারও প্রান ফিরে এসেছে বলে জানান সংগঠনটির নেতাকর্মীরা।
পাইকগাছা উপজেলা আমীর সাইদুর রহমানের সভাপতিত্বে দলীয় অফিসের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা জেলার সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সারোয়ার।
এ সময় শেখ হাসিনা সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে প্রধান অতিথি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর জুলুম বা ধর্মীয় উপশানালয় ভাংচুর, কারো বাড়ীতে হামলা, ভাংচুর, বা অগ্নিসংযোগ করা যাবে না। কেউ এমন ঘটনা ঘটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সহনশীল হয়ে সকলের পাশে থাকার আহ্বান জানান।
দলীয় অফিস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি জেনারেল মোঃ আলতাফ হোসেন, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা কুদ্দুস, সেক্রেটারি জেনারেল মিজানুর রহমানসহ পাইকগাছা উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ।
আপনার মতামত লিখুন :