মোঃ মানছুর রহমান জাহিদঃ খুলনার পাইকগাছায় চিংড়ী ঘের দখল ও পাওনা টাকা আদায়ে দেরি হওয়ায় পৃথক ঘটনায় প্রতিপক্ষের হামলায় ৪ মহিলা এক বৃদ্ধসহ ৬ জন মারাত্মক আহত হয়েছে। এক মহিলার অবস্থা গুরুতর হওয়ায় পাইকগাছা হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় পৃথক অভিযোগ হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার রাড়ুলি গ্রামের জাহিদ আলী সরদার (৭০) কে মোহম্মদ আলী সরদার কুপিয়ে জখম করে। এসময় তার স্ত্রী রিজিয়া বেগম (৫৫) কে মারপিট করে আহত করে। প্রতিপক্ষরা জাহিদের বাড়ীতে যেয়ে এ ঘটনা ঘটায়।
অপরদিকে গত মঙ্গলবার দুপুরে উপজেলার সোলাদানা ইউপির বেতবুনিয়া গ্রামে চিংড়ী ঘের দখল করতে যেয়ে প্রতিপক্ষ কামাল সরদার, আলমগীর সরদার ও দেলোয়ার সরদারদের হামলায় মরিয়াম বেগম (৪৫)কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার অবস্থা আশংকা জনক হওয়ায় পাইকগাছা হাসপাতাল থেকে শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় মারাত্মক ভাবে জখম হয়। এসময় আরও আহত হয় রাশিদা বেগম(৪০), আকলিমা খাতুন(৩৫)।
আজিজুল সরদার জানান, তার পিতা কওছার সরদারের কাছ থেকে কবলা দলিলে রেজিষ্ট্র করে ভোগ দখল করছে।
প্রতিপক্ষরা জানান, তারা দীর্ঘদিন ধরে এ ৫ বিঘা জমিতে চিংড়ী চাষ করে আসছে। জবর দখল করতে আসলে মারামারি বাঁধে।
এ ঘটনায় থানায় পৃথক অভিযোগ হয়েছে বলে উভয় পক্ষের সাথে কথা বলে জানা গেছে।