মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় নৈর নদীর কাঠের সাঁকো ভেঙে ভোগান্তি চরমে উঠেছে। সাঁকো ভেঙে যাওয়ায় আসছে বর্ষা মৌসুমে চলাচল একেবারে বন্ধ হওয়ার আতঙ্কে রয়েছে এলাকার কয়েক হাজার মানুষ। উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়ের আবাদ বায়তুন নুর জামে মসজিদের নিকটে সাঁকোটি নির্মিত হয়। সাবেক ইউপি মেম্বার আক্কাস আলী কয়েকবছর আগে এটা নির্মাণ করেন। যা দিয়ে স্থানীয় ৪ গ্রামের লোক ছাড়াও বিভিন্ন এলাকার লোকেরা চলাচল করতেন। নদিটির উত্তর পাশে একমাত্র বাদুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এরআগে দীর্ঘ কাঁচা রাস্তা হেঁটে স্কুলগামী ছেলে-মেয়েরা যাতায়াত করতো। কাঠের সাঁকোটি হওয়ার পর তারা সহজে অল্প সময়ে বিদ্যালয়ে যাতায়াত করেছে। প্রতিদিন শ’শ লোক সাঁকো পার হয়ে সহজে যাতায়ত করেছে।
সম্প্রতি সাঁকোটি ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শাহজাদা মো. আবু ইলিয়াস জানান, দ্রুত সাঁকোটি মেরামত করা হবে। এছাড়া স্থায়ীভাবে একটা ব্রিজ নির্মাণ করার ব্যাপারে প্রকল্প হাতে নেয়া হবে।
আপনার মতামত লিখুন :