• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় নদী ভাঙ্গন রোধে জিও ডাম্পিং কাজের উদ্বোধন


প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৪, ১:১২ অপরাহ্ন / ৪৭
খুলনার পাইকগাছায় নদী ভাঙ্গন রোধে জিও ডাম্পিং কাজের উদ্বোধন

মানছুর রহমান জাহিদ পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের ১০/১২ নং পোল্ডারের উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা বাজার সংলগ্ন নদী ভাঙ্গন রোধে সরকারের ৭১ কোটি টাকার বরাদ্দের কাজের প্রথম পর্যায়ে জিও ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এ কাজের উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ।

এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আররাদ কর্পোরেশনের প্রকৌশলী কৃষ্ণ পদ রায়, প্রকৌশলী আরিফুল ইসলাম, প্রজেক্ট কো-অর্ডিনেটর ফজলুল করিম, সার্ভেয়ার রায়হান আহমেদ রাজু, পানি উন্নয়ন বোর্ডের আবু তাহের। এ সময় উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ এর সাথে পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এ্যাডঃ জিএম আঃ সাত্তার, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড সাইফ সুমনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।