মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় মানবতার ফেরিওয়ালা ও প্রতিবন্ধী অভিভাবক খ্যাত লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন একই পরিবারের সহদর দুই প্রতিবন্ধী ভাইয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন।
জানা যায়, উপজেলার সোলাদানা ইউনিয়নের সোলাদানা গ্রামের বিজন সানার পুত্র এইচ এস সি পরিক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী রবি সানা ও তার ভাই নবম শ্রেনী পড়ুয়া শারীরিক প্রতিবন্ধী রনি সানাকে হুইল চেয়ার, ফ্যান ও নবম শ্রেনীর ১সেট গাইড বই কিনে দেন।
প্রতিবন্ধী অভিভাবক ও লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, সোলাদানা ইউনিয়নে একজন প্রতিবন্ধী রয়েছে এমন সংবাদ পেয়ে তাদের বাড়িতে যাই। এমন সময় দেখি শুধু একজন প্রতিবন্ধী নয় তারা দুই সহদর ভাই প্রতিবন্ধী। বড় ভাই রবি সানাকে প্রতিবন্ধী দিবসে একটি হুইল চেয়ার দিয়ে এসেছি। ছোট ভাই শারীরিক প্রতিবন্ধী রনি সানার দাবী করেছিলেন আমাকে এক সেট নবম শ্রেনীর গাইড বই কিনে দিলে সে ভালো ফলাফল করবে। এমনিতেই রনি সানা সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রনীর মেধা তালিকায় প্রথম। তার দাবির প্রেক্ষিতে সোমবার দুপুরে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ে হাজির হয়ে শিক্ষকদের সাথ নিয়ে ৪ হাজার টাকা মূল্যের ১ সেট বই রনি সানার হাতে তুলে দেই। তিনি বলেন, তারা যত দিন লেখাপড়া করবে তিনি তাদের বই খাতা সহ বিভিন্ন সামগ্রী দিয়ে যাবেন বলে ঘোষণা দেন। এছাড়াও তিনি তাদের পাশে থাকার কথা বলেন এবং লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য আহবান জানান যাতে তারা প্রতিবন্ধী কোটায় চাকরী করতে পারে।
আপনার মতামত লিখুন :