মোঃ মানছুর রহমান জাহিদঃ খুলনার পাইকগাছায় ওয়ালটন প্লাজার আয়োজনে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
উপজেলার জিরো পয়েন্ট সংলগ্ন ওয়ালটন প্লাজা’র শো-রুমে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। উৎসবে স্থান পেয়েছে, চিতই পিঠা, কুলি পিঠা, রসপান পিঠা, তেল পিঠা ও রসের ভেজা চিতই পিঠা সহ নানান রকমের শীতকালীন পিঠা।
ওয়ালটন প্লাজা’র ম্যানেজার জাবের হোসেনের সভাপতিত্বে পিঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক জি এ রশীদ, ওয়ালটন প্লাজা’র সহকারী ম্যানেজার আছাদুজ্জামান, ডিলার ডেপুটি ম্যানেজার আসিক ইকবাল জান্নাতুল মাওয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন :