• ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ 


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৫, ৩:৩১ অপরাহ্ন / ১৬
খুলনার পাইকগাছায় দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ 

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের’নির্দেশেনায় অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার পিচের মাথা নামক স্থানে উপজেলা শ্রমিকদলের উদ্দ্যোগে, প্রতি বছরের ন্যায় এবারও গদাইপুর ইউপির গোপালপুর ওয়ার্ড়ের ইউপি সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা শ্রমিকদলের ১নং যুগ্ম আহ্বায়ক এস.এম মসিয়ার রহমান মিলনের আয়োজনে ও সার্বিক অর্থায়নে গদাইপুর ইউপির গোপালপুর ওয়ার্ডসহ অত্র ইউনিয়নের ৫’শ অস্বচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী ও ২’শ অস্বচ্ছল ও দুঃস্থ মানুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

অস্বচ্ছল ও দুঃস্থ মানুষদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ কালে উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও সাবেক শ্রমিকদলের সভাপতি ফারুক সরদার, বিএনপি নেতা সাইফুল ইসলাম তারিক, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক নুর আলী গোলদার, বিএনপি নেতা আকবর আলী গাজী, লুৎফর রহমান গাজীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা শ্রমিকদলের ১নং যুগ্ম আহ্বায়ক, ইউপি সদস্য এস.এম মসিয়ার রহমান মিলন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের’নির্দেশেনায় প্রতিবারের ন্যায় এবারও ৭শ অস্বচ্ছল ও দুঃস্থ মানুষদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করেছি। আশা করি এসকল ঈদ সামগ্রী বিতরণ অব্যহত থাকবে এবং ভবিষ্যতে বৃহত্তর আকারে দেয়ার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।