
মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ বাংলাদেশ হিন্দু – বৌদ্ধ – খ্রিষ্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন হলো ছাত্র ঐক্য পরিষদ। গত বুধবার সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ও মিয়াদ উত্তীর্ণ হওয়ায় পাইকগাছা উপজেলা ছাত্র ঐক্য পরিষদের অন্তগর্ত ৩নং লতা ইউনিয়ন ছাত্র ঐক্য পরিষদ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা ও সেই সাথে আগামী এক বছরের জন্য লিটন মন্ডলকে সভাপতি ও অরিন্দম বৈদ্যকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বৈশিষ্ট্য নতুন কমিটি ঘোষণা করেন পাইকগাছা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুব্রত হাজরা ( শুভ) ও সাধারণ সম্পাদক কৃষ্ণেব্দ দত্ত। কমিটির সকল সদস্যদের নাম প্রকাশ, ১নং সহ- সভাপতি রাজিব সরকার, ২নং সহ- সভাপতি রুবেল মন্ডল, ৩নং সহ- সভাপতি নিত্যানন্দ রায় ( সোহাগ), ৪নং সহ- সভাপতি জয়ন্ত বিশ্বাস, ৫ নং সহ- সভাপতি সজীব ঢালী, ৬নং সহ – সভাপতি সুজিত সরকার, ৮ নং সহ- সহ সভাপতি লাবণ্য রায়, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মন্ডল, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক বিশাল মন্ডল, ৩ নং যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ্ত মন্ডল, ৪নং সাধারণ সম্পাদক অক্ষয় মন্ডল, সাংগঠনিক সম্পাদক সবুজ সরকার জয়, সাংগঠনিক সম্পাদক রাহুল রায়, সহ- সাংগঠনিক সম্পাদক পিয়াস মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক প্রিতম রায়, দপ্তর সম্পাদক ড্যানি ঢালী, প্রচার সম্পাদক আকাশ বাছাড়, সাংকৃতিক বিষয়ক সম্পাদক রিপন মন্ডল, ছাত্র বিষয়ক সম্পাদক রাজেশ রায়, ধর্ম বিষয়ক সম্পাদক লিটন মন্ডল।
কমিটির সভাপতি লিটন মন্ডল ও সাধারণ সম্পাদক অরিন্দম বৈদ্য অনুভূতি প্রকাশ করে বাঁধন বলেন, ‘সম অধিকার, সম মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে সার্বজনীন শিক্ষা চাই, ধর্মীয় বৈষম্যের অবসান চাই। আন্দোলনকে আরো গতিশীল এবং আগামী কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে আমাদের প্রাণের সংগঠনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানবতাবাদী ও শুদ্ধবুদ্ধি সম্পন্ন সবাই সহযাত্রী হবে বলে আশা করছি।
আপনার মতামত লিখুন :