• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, এলাকাবাসী আগুন দিলো সন্ত্রাসীদের বাড়িতে


প্রকাশের সময় : জুন ১১, ২০২৫, ১:২৯ অপরাহ্ন / ২৫
খুলনার পাইকগাছায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, এলাকাবাসী আগুন দিলো সন্ত্রাসীদের বাড়িতে

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় চাঁদার টাকা না পেয়ে মিজানুর সরদার নামে এক ঘের ব্যবসায়ীকে রাতের আধারে কুপিয়ে জখম করার ঘটনার জের ধরে ও সন্ত্রাসী শফি গাজীর এক সহযোগী আনারুলকে গণ পিটুনি দিয়েছে এলাকাবাসী। আহত ২ জন পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন। সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী একজোট হয়ে সন্ত্রাসী শফি গাজীর বাড়িসহ ২ দোকানে আগুন দিয়েছে। শফির বাড়ি থেকে ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, গত ৫ আগষ্ট আ.লীগ সরকারের পতনের পর উপজেলার কাঁটাখালী বাজারসহ আশেপাশের কয়েক গ্রামের মানুষের কাছে মুর্তিমান আতঙ্ক হয়ে ওঠে সন্ত্রাসী শফি। দখলবাজী, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডে একছত্র আধিপত্য বিস্তার করে গড়ে তোলেন এক বাহিনী। খাল দখল, লিজ ঘের দখল, দোকানে দোকানে প্রকাশ্যে চাঁদাদাবি, মারপিট, এহনো সন্ত্রাসী কর্মকাণ্ড নেই যে শফি বাহিনী করছেনা।
ঘের ব্যবসায়ী মিজানুর রহমান জানান, গত ৫ আগষ্ট সরকার পতনের পর আমার ঘেরে জাল টেনে ৩ লাখ টাকার মাছ মেরে নেয় শফি ও তার বাহিনী। ঈদের আগে আবার আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে না পারায় ঈদের দিন শনিবার রাতে আমার বাড়িতে যেয়ে আমাকে কুপিয়েছে।
রুপালি বেগম নামে এক গৃহবধূ জানান, শফি বাহিনী অত্যাচারে অনেকে বাড়ি ছাড়া। রাত নামলেই অস্ত্র নিয়ে শফি বাহিনী মহড়া দেয়। তাদের ভয়ে কেউ মুখ খুলতে শাহস পায়না।

মোস্থফা গাজী জানান, কাটাখালী বাজারে প্রকাশ্য চাঁদাবাজির প্রতিবাদ করে বাজার কমিটি ও স্থানীয়দের সাথে নিয়ে ৩০মে বাজারে মিছিল ও প্রতিবাদ মিছিল করার কারনে আমাকে ফোন করে হত্যার হুমকি দিয়েছে।

কাঁটাখালী বাজারের সভাপতি ও বিএনপি নেতা আসাদুজ্জামান ময়না বলেন, ডাকাত শফি ও তার বাহিনীর অত্যাচারে বাজারের ব্যবসায়ীসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এমন কোন অপকর্ম নেই তারা করছে না। রবিবার দুপুরে উপায়ন্ত নাপেয়ে এলাকার নির্যাতিত মানুষ একজোট হয়ে শফির বাড়িতে হামলা করে। তার বাড়িতে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের ৩টি খালি বোতল উদ্ধার করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) ইদ্রিসুর রহমান জানান, পোড়ানো বাড়ি ও দোকান পরিদর্শন করেছি। কাঁটাখালী এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। দেশীয় অস্ত্র গুলো জব্দ করা হয়েছে।