• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় ওসি রফিকুল ইসলামের সতর্কবার্তা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৩, ৮:০০ পূর্বাহ্ন / ৪৭
খুলনার পাইকগাছায় ওসি রফিকুল ইসলামের সতর্কবার্তা

মোঃ মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা থানা পুলিশের পক্ষে পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের সকল নাগরিককে চেতনানাশক স্প্রের মাধ্যমে অজ্ঞান করে সর্বস্ব লুটের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।

সতর্কবার্তায় পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আমাদের পার্শ্ববর্তীসহ আমাদের উপজেলায় চেতনানাশক প্রয়োগ করে বাড়ির লোকদের অজ্ঞান করে একেরপর এক চুরির ঘটনা ঘটছে। পাইকগাছা থানা এলাকায় চেতনাশক প্রয়োগ করে চোরেরা যাতে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে বলা হয়েছে।
সতর্কবার্তায় নিজের সম্পদ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই ঘরের জানালা দরজা ভালোভাবে বন্ধ করে ঘুমাবেন এবং সতর্ক থাকবেন। রান্নাঘর সব সময় তালাবদ্ধ করে রাখতে বলা হয়। কেননা, এই চক্রের অন্যতম একটা উপায় হলো, তারা রান্নাঘরের যে কোন খাবারের সাথে চেতনানাশক প্রয়োগ করে যাতে করে ওই খাবার খেলে লোকজন অজ্ঞান হয়ে পড়বে। এক্ষেত্রে তারা নির্দিষ্ট বাসা বাড়িকে টার্গেট করে এবং ঘটনার আগের দিন সেই বাসা বাড়ির রাস্তা-ঘাটে চলাচল করে সকল বিষয় খোঁজখবর নিয়ে থাকে। অপরিচিত এবং সন্দেহভাজন লোকজন বাসা-বাড়ির আশপাশে দেখলে তাদের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। সন্দেহজনক হলে প্রয়োজনে থানা পুলিশের সহায়তা নেওয়ার জন্যও বলা হয়েছে। সতর্কবার্তায় নিজের সচেতনতার পাশাপাশি অন্যকেও সচেতন করতে আহ্বান জানিয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। প্রয়োজনে মোবাইল নং ০১৩২০-১৪০৩১১