মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় সকল মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ১৩ হাজার ৪০টি ফলজ বৃক্ষের চারা বিতারণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ লাখ টাকার চারা বিতারণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। মঙ্গলবার দুপুরে পাইকগাছা সিনিয়র মাদ্রাসায় উক্ত চারা বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলার মোট ৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬০ টি মাধ্যমিক ও ২১ টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে আম, কদবেল, মাল্টা, পেয়ারা ও আইস ফলের চারা প্রদান করা হয়। ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার অভ্যান্তরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতারণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রোকৌশলী শাফিন শোয়েব, কৃষি কর্মকর্তা অসীম দাস উপজেলা প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস ও সহকাটী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস।
আপনার মতামত লিখুন :