• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় ইউনিয়ন ছাত্রদলের ভুয়া সভাপতি পরিচয় দানকারী রাকিবের নামে থানায় জিডি


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন / ২৮
খুলনার পাইকগাছায় ইউনিয়ন ছাত্রদলের ভুয়া সভাপতি পরিচয় দানকারী রাকিবের নামে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পরিচয়ে ঘের থেকে মাছ ধরার ও জীবন নাশের হুমকি দেওয়ায় পাইকগাছা থানায় সাধারণ ডায়রি করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, গোপালপুর গ্রামের মৃত্যু মোকাম সানার কন্যা মর্জিনা খাতুন বাদী হয়ে বান্দিকাটী গ্রামের লুৎফর গাজীর পুত্র রাকিবের বিরুদ্ধে গত ২রা ডিসেম্বর ২৪ তারিখে পাইকগাছা থানায় ৯৪ নং জিডি করেন। জিডিতে উল্লেখ করেন যে, মর্জিনার স্বামী মাহফুজুল হকের কাছে গদাইপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি নাজমুল হাসানের নাম ব্যবহার করে 01911822923 এই নাম্বার বলেন , আমি গদাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আপনার ঘেরে আমরা ছেলেরা মাছ ধরতে যাবে, মাছ মারতে না দিলে বিভিন্ন মিথ্যা মামলায় জড়ানো হবে এবং অকথ্য ভাষায় মর্জিনার স্বামীকে গালিগালাজ করা হয়। এবং মর্জিনার স্বামীকে জীবন নাশের হুমকি দেওয়া হয়। এদিকে রাকিবের কল রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় রাকিব বলেন ছেলে পেলে চালাতে গেলে টাকা লাগবে তাই আপনার ঘেরে আমার ছেলেপেলে মাছ ধরতে যাবে।

এ বিষয় গদাইপুর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার নাম ব্যবহার করে যারা এমন কাজ করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ বিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা এ এস আই গৌতম এর কাছে জানতে চাইলে তিনি জানান তদন্ত পূর্বক আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন বলেন, এ সংক্রান্তে একটি থানায় জিডি হয়েছে। তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।