• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় আল এহ্সান ফান্ড এন্ড লাইব্রেরীর উদ্যোগ বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ২:০৬ অপরাহ্ন / ১৭
খুলনার পাইকগাছায় আল এহ্সান ফান্ড এন্ড লাইব্রেরীর উদ্যোগ বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় আর্ত মানবতার সেবায় নিয়োজিত আল এহ্সান ফান্ড এন্ড লাইব্রেরীর উদ্যোগ বাৎসরিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার আগড়ঘাটা বাজার ভেদামারি নামক স্থানে ৬ষ্ঠ তম বাৎসরিক এ দোয়া মাহফিলে মাওঃ আসাদুজ্জামান আসাদের পরিচালনায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী মোঃ রিয়াজুল ইসলাম মোড়ল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আঃ মজিদ মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ওয়েজকুরুনী মজলিস, ছুরমান গাজী, মোঃ শাহীনুর রহমান শাহিন, রিপনুজ্জামান রিপন, মোমিন গাজী। আয়োজিত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন, লস্কর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাও: আব্দুর রহমান হেলালী।

বিশেষ বক্তা ছিলেন, হাফেজ মাও: মুফতি আব্দুল জব্বার ফারুকী, কারী মোঃ নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আল এহ্সান ফান্ড এন্ড লাইব্রেরীর প্রতিষ্ঠাতা মোঃ বায়েজিদ গাজী, সভাপতি মোঃ রুহুল আমিন গাজী, সহ-সভাপতি খায়রুল গাজী, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল মোড়লসহ এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।

এছাড়াও দোয়া মাহফিলে আল এহ্সান ফান্ড এন্ড লাইব্রেরীর উদ্যোগে এলাকার বৃদ্ধ বয়সী লোকদের হাতে লাঠি, তসবিহ, টুপি এবং মসজিদের মুয়াজ্জিনদের হাতে জায়নামাজ, তসবিহ ও টুপি প্রদান করা হয়।