• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন মাদ্রাসায় অসহায় এতিম শীতার্ত বাচ্চাদের মাঝে কম্বল বিতরন


প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৫, ২:৪৪ অপরাহ্ন / ৫৭
খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন মাদ্রাসায় অসহায় এতিম শীতার্ত বাচ্চাদের মাঝে কম্বল বিতরন

এম রোমানিয়ার, খুলনাঃ খুলনা মহানগরীর ২৬ নং ওয়ার্ড বিএনপি ও সোনাডাঙ্গা থানা বিএনপি’র উদ্যোগে খুলনা মহানগর বিএনপি’র সহযোগিতায় ২৭ জানুয়ারি সোমবার বেলা ১১ টায় পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন মাদ্রাসার অসহায় এতিম শীতার্ত বাচ্চাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

মোঃ হাফিজুর রহমান মনির সভাপতিত্বে মোঃ আরিফুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
তিনি তার বক্তব্যে বলেন, এই মাদ্রাসার কোরআনের পাখিদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। তিনি আরও বলেন সমাজের অর্থবিত্ত মানুষ সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অসহায় শীতার্ত মানুষের কিছুটা কষ্ট দূর হবে । এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সদস্য শেখ জামাল উদ্দিন এছাড়া আরো উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি,২৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাহমুদ আলম মোড়ল বাবু, ও সহ-সাধারণ সম্পাদক এ জে কুদ্দুস,মাহবুব, খোকন,শুভ আব্দুর রশিদ সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।