খুলনা অফিসঃ সোমবার খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুবুল আলম এর পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানের প্রধান অতিথি ও দিঘলিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, সহকারী কমিশনার( ভূমি) মো: মাহমুদুর রহমান, দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মোল্যা আকরাম হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হায়দার আলী মোড়ল।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কাজী মোশাররফ হোসেন,মো: মকবুল হোসেন, সৈয়দ মিজানুর রহমান, শেখ ইয়াজুল, মো: আমিনুর রহমান,খান অলিয়ার রহমান,মো: আমীর আলীসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।