• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন

খুলনার দিঘলিয়া উপজেলা জলাতঙ্ক নির্মুল বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত 


প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৩, ৩:৩৭ অপরাহ্ন / ৮৫
খুলনার দিঘলিয়া উপজেলা জলাতঙ্ক নির্মুল বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

মোস্তাইন বিন ইদ্রিস চঞ্চল,খুলনাঃ খুলনার দিঘলিয়া উপজেলায় এক জলাতঙ্ক নির্মুল বিষয়ক অবহিত করণ সভা  সোমবার সকালে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মুলের লক্ষে খুলনা জেলায় ব্যাবকহারে কুকুরের টিকাদান (এমডিভি) ২০২৩ উপলক্ষে উক্ত সভার আয়োজন করা হয়, সার্বিক সঞ্চালনায় ছিলেন এমডিভি সুপার ভাইজার রাসেল খান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃপঃ ডাঃ মাহাবুবুল আলম, প্রানী সম্পদ অফিসার মোঃ ফজলুর করিম,প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ আরিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া ৩ নং সদর ইউনিয়ন এর চেয়ারম্যান হায়দার আলী মোড়ল,সেনহাটি ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আকবর সরদার, মোল্লা আসাবুর হোসেনসহ দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ইউপি সদস্য বৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

এসময় বক্তারা কুকুরের টিকাদান জলাতঙ্ক রোগের বিষয় বিভিন্ন বক্তব্য রাখেন।