• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

খুলনার দিঘলিয়ায় জাতীয় বীমা দিবস পালিত


প্রকাশের সময় : মার্চ ১, ২০২৩, ৮:২০ অপরাহ্ন / ৯২
খুলনার দিঘলিয়ায় জাতীয় বীমা দিবস পালিত

খুলনা অফিসঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ মার্চ ১৯৬০ তারিখে তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। এ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ১ মার্চকে ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১ মার্চ দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুর পূর্বে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আরো অনেক সুধীজনের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি হয় । র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। “আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। এসময় উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম বীমার কার্যক্রম তুলে ধরে সরকারের বিভিন্ন উন্ননের কথা বলেন। সভায় আরো বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোঃ লিঃ এর ইসলামী ডিপিএস বীমার ইনচার্জ শেখ একরামুল হক ও তাকাফুলের ব্রাঞ্চ ম্যানেজার খন্দকার ফারুক হোসেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জোনাল ইনচার্জ মোঃ জুয়েল শিকদার ও জোনাল ম্যানেজার শরীফ মাহফুজুর রহমান।