• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

খুলনার দাকোপে চাঁদার দাবীতে পাঁচ যুবলীগ ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা


প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৪, ১:৩৫ অপরাহ্ন / ৩২
খুলনার দাকোপে চাঁদার দাবীতে পাঁচ যুবলীগ ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ খুলনা জেলার দাকোপ থানাধীন সুতারখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি আলতাফ ঢালী ও ঐ ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জাবের ঢালী ও একই ওয়ার্ডের যুবলীগের সদস্য গাউস ঢালী সহ অপর দুইজন যুবলীগের সদস্য সহ অজ্ঞ্যাত ৪/৫ জনের বিরুদ্ধে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত “গ” অঞ্চল দাকোপ খুলনাতে একই এলাকার স্থানীয় বাসিন্দা সাঈদ ঢালী এক চাঁদাবাজীর মামলা দায়ের করেন।

বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য দাকোপ থানাকে তদন্তের নির্দেশ প্রদান করেছেন।

মামলায় বলা হয, আসামী আলতাফ ঢালী খুলনার শীর্ষ সন্ত্রাসী ক্রস ফায়ারে নিহত লিটু বাহিনীর একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে সুন্দরবনের কুখ্যাত ডাকাত (জঙ্গল রফিক) এর সঙ্গী হিসাবে সুন্দরবনে ডাকাতী সহ জেলে, মৌয়ালদের অপহরণ করে মোটা অংকের টাকা মুক্তিপন আদায সহ সুন্দরবনের মূল্যবান কাঠ পাচারের সাথে জড়িত। উক্ত আলতাফ ঢালীর নিকট সন্ত্রাসী লিটু বাহিনী ও ডাকাত জঙ্গল রফিক বাহিনীর একাধিক অবৈধ আগ্রায়াস্ত্র রয়েছে। যা দিয়ে উক্ত আলতাফ ঢালী ও তার লোকজন সুন্দরবন হতে বাঘ ও হরিণ শিকার করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। এই আলতাফ ঢালী ও অন্যান্য আসামীরা বিগত ফ্যাসিবাদী, স্বৈরাচারী আওয়ামী সরকারের দাপট দেখিয়ে বাদীর পৈত্রিক সম্পত্তি ও তার বৃদ্ধা মাথার সম্পত্তি হতে বেদখল করার পায়তারায, বাদী তাদের জমিতে এই মৌসুমে ধান রোপনের জন্য শ্রমিক সহ গেলে উক্ত আলতাফ ঢালী সহ অন্যান্য আসামীরা অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে বাদীকে জমি চাষ করতে দিবে না এবং চাষ করতে হলে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে। বাদী ও তার লোকজন তাতে প্রতিবাদ করলে আসামীরা বাদী সহ অন্যান্যদের মারপিট করে জখম করে ও বাদীর জমির আল সীমানার কেটে বিনষ্ট করে। উক্ত আলতাফ ঢালী গং দের অত্যাচারে এলাকার নিরীহ জনগণ অতিষ্ঠ। আসামীদের বিরুদ্ধে স্থানীয় গুনারী মাদ্রাসার টাকা আত্মসাতের ঘটনাও রয়েছে। পরবর্তীতে বাদী গত ইং-৯/৯/২৪ তারিখ বিজ্ঞ আদালতে উক্ত মামলাটি দায়ের করেন। উক্ত মামলার নং দাকোপ সি-আর ১৫০/২৪। এ বিষয় আসামী আলতাফ ঢালীর সাথে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।