নিজস্ব প্রতিবেদক, দাকোপ, খুলনাঃ খুলনার দাকোপের বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৩ অনুষ্ঠিত। রবিবার (০৫ মার্চ) সকাল ১০ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে সোমবার (০৬ মার্চ) সকালে সাংস্কৃতিক ও বিকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সভার মধ্য দিয়ে অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক শেখর ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক প্রবিন্দু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনকুড়ি স্কুলের সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার রায়, বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অর্ধেন্দু শেখর রায়, অত্র বিদ্যালয়ের সহ-কারি প্রধান শিক্ষক শিবাশীষ দাস, শিক্ষক লিলারাণী মিস্ত্রি, রমেশ চন্দ্র সরকার, ডরোতি পাটোয়ারী, বৃষ্টি মন্ডল, মাওলানা মুতাছিল বিল্লা, অসিত গাইন, সুব্রত চক্রবর্তী, সুব্রত গাইন, বিভাষ চন্দ্র মন্ডল, স্বাস্থ্য কর্মী নিত্যানন্দ মিস্ত্রি প্রমুখ। প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :