
খুলনা অফিসঃ খুলনার জেলার তেরখাদা উপজেলায় ৬টি ইটাভাটা বন্ধসহ কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর ১৩টি চুল্লি গুড়িয়ে দিলেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৪ মার্চ) হাইকোর্টের নির্দেশনা মোতাবেক এসব অবৈধ ইটাভাটা বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আঁখি শেখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে তেরখাদায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামের রাজ ব্রিকস, নিউ বিবিসি, খান ব্রিকস, বিবিসি ও মল্লিকপুর গ্রামের এনবিএল, কেবিসি নামে এসব অবৈধ ইটভাটা বন্ধ করা হয়।
এর আগে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে ইট ভাটার চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয় এবং মধুপুর গ্রামের নদীর তীরবর্তী অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কাজে ব্যবহৃত ১৩টি চুল্লি গুঁড়িয়ে দেয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ, যৌথ বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আঁখি শেখ বলেন, হাইকোর্ট বিভাগের আদেশ মোতাবেক উপজেলায় চলমান ৬টি অবৈধ ইটভাটা অভিযানের মাধ্যমে বন্ধ করে দেওয়ার পাশাপাশি কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১৩টি চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানকালে ইট ভাটা কর্তৃপক্ষ কোন কাগজপাত্র দেখাতে পারেনি।
তিনি আরো বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ সংশোধিত ২০১৯ ধারায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :