• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন

খুলনার কয়রায় মহারাজপুর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন / ৭৪
খুলনার কয়রায় মহারাজপুর বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কয়রা, খুলনাঃ খুলনার কয়রা উপজেলার দক্ষিণ মহারাজপুর বিলের ধানক্ষেত থেকে সুজন গাজী (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মহারাজপুর গ্রামের আরশাদ আলী গাজীর পুত্র। রবিবার ভোর ৫টার দিকে দক্ষিণ মহারাজপুর বিলের তারিকুল ইসলাম শিলনের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহত সুজন গাজী প্রতিদিনের ন্যায় ঘেরের মাছ ধরা অটন ঝেড়ে যাচ্ছিল ‌। এ সময় পার্শ্ববর্তী তারিকুল ইসলাম শিলনের ধান ক্ষেতে ইঁদুর মারার বিদ্যুতিক তারের ফাঁদের স্পর্শে তার মৃত্যু হয়। পরবর্তীতে নিহতের ভাই রফিকুল ইসলাম ঘেরে যাওয়ার সময় তার মরদেহ দেখতে পায়। খবর পেয়ে কয়র থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, মাঠ পর্যায়ে উপ সহকারী কৃষি কর্মকর্তাদের তদরকি না থাকার কারণে কিছু অসাধু কৃষকরা ইদুর মারতে চুরি করে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখছেন।

কয়রা থানার ওসি তদন্ত শাহ আলম বলেন, বিষয়টি জানার পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরেরন করা হয়েছে।