খুলনা অফিসঃ খুলনায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে এ দুঘটনাটি ঘটে। নিহত যুবকের পরিচয় এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী তৌহিদ খান বলেন, দুপুর ১২টার দিকে তিনি হেটে ময়লাপোতা থেকে সাতরাস্তার দিকে দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয়ের যুবকটি রাস্তা পার হচ্ছিল। এ সময় রয়েল মোড় থেকে একটি পরিবহন অজ্ঞাত পরিচয় যুবককে ধাক্কা দেয়। এমন সময় ওই পরিবহনের চাকার নিচে চলে যায় ওই যুবক। পরিবহনের চাকাটি তার মাথার ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলে যুবকের মৃত্যু হয়।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত ব্যক্তির পরনে টিয়া রংয়ের শার্ট ও হালকা কালারের জিন্স প্যান্ট ছিল। তবে মৃত যুবকের এখনও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :