খুলনা অফিসঃ জিআর মামলার তিন আসামিকে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার এর নির্দেশে থানা পুলিশ খুলনা জিআর মামলার পলাতক ৩ আসামি সুশান্ত পাল,পিতা অভিমুন্য পাল, সাং-দেয়াড়া,এ্যালেক্স @ আরিফ মোড়ল,পিতা-জাকার মোড়ল, সাং-দিঘলিয়া ও শরিফুল মোড়ল, পিতা-আলতাফ মোড়লকে আটক করেন। এদের সকলের বিড়ি দিঘলিয়া উপজেলায়।
আপনার মতামত লিখুন :