
খুলনা অফিসঃ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধসহ ১০ দফা দাবিতে আগামী ১১ মার্চ শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।
খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরকে কর্মসূচির ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর ও জেলা বিএনপির যৌথ সভা থেকে এ সিদ্ধান্ত হয়।
গণ দাবির সমর্থনে বিএনপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি সফল করতে কোন ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সহায়ক ভূমিকা পালনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।
সভা থেকে ১১ মার্চের মানববন্ধন কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে মহানগর ও জেলার প্রতিটি ইউনিট এবং অঙ্গ সহযোগী সংগঠনকে ব্যাপক প্রস্ততি গ্রহণের এবং সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার আহবান জানানো হয়।
আপনার মতামত লিখুন :