এম রোমানিয়া, খুলনা অফিসঃ খুলনা মহানগরীর বি কে রায় রোডস্থ এলাকায় বৃহস্পতিবার রাত ১০ টা ৩০ মিনিটের সময় সাউথ ডিসি মোঃ তাজুল ইসলাম এবং সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মমতাজুল হকের নেতৃত্বে সোনাডাঙ্গা মডেল থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শরিফুল ইসলাম সোহাগ (৩৩) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।
নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন শেখপাড়া বি কে রায় রোডস্থ হক নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে আটককৃত আসামী শরিফুল ইসলাম সোহাগের ঘর থেকে ১টি রিভলবার, ৭ রাইন্ড রিভলবার গুলি,২টি ১২ বার শর্টগানের গুলি, ১টি পিস্তল, ২টি কালো রঙের ওয়ান শুটার গান, ২৩ রাউন্ড পিস্তল এবং SLR ৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে পুলিশ।
এ সংক্রান্ত বিষয়ে শুক্রবার দুপুর ১২ টায় সোনাডাঙ্গা মডেল থানায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে তথ্য প্রদান করেন কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক।তিনি জানান,, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সাউন্ড ডিসি তাজুল ইসলাম এবং সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল হকের নেতৃত্বে সোনাডাঙ্গা মডেল থানার এসআই অনুপ কুমার ঘোষ , এসআই বিপ্লব কান্তি দাস, এস এএসআই রফিকুল ইসলাম দীপন রায় এস্কেন্দার আলী, ববিতা পারভীন সহ সোনাডাঙ্গা থানার একটি চৌকস টিম থানাধীন ডালমিল মোড় সংলগ্ন বিকে রায় রোডস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ব্যবসায়ী আসামি শরিফুল ইসলাম সবাইকে গ্রেফতার করে। এছাড়া আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং -০৬,ধারা- The Arms Act, 1878 এর 19-A রুজু করা হয়েছে বলে জানান কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক।
আপনার মতামত লিখুন :