• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা : প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের সমাবেশ


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২১, ১২:০৭ অপরাহ্ন / ১৫০
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা : প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের সমাবেশ

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে  জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে সমাবেশ চলছে। রোববার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত এই সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত আছেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান,  ফিরোজ-উজ-জামান মামুন, কেন্দ্রীয় নেতা আবুল খায়ের খাজা, মোস্তাফিজুর রহমান মজুমদার, সালাহ উদ্দিন সরকার, আবুল কালাম আজাদ, সুমন খান,  মিয়া মিজানুর রহমান, রফিকুল ইসলাম, কাজী আমির খসরু, হারুন অর রশীদ প্রমুখ। সমাবেশে বক্তারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

এর আগে সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শ্রমিক দলের সহস্রাধিক নেতাকর্মী প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।