
নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়িঃ এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি এই প্রতিপাদ্যে আজ ২৯জানুয়ারি রোজ রবিবার মহালছড়িতে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন উপলক্ষে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন কুষ্ঠ কোনো মরণব্যাধি রোগ নয়, এটিকে সহজেই প্রতিরোধ করা হয়, এই জন্য দরকার সঠিক চিকিৎসা ও সচেতনতা। বক্তারা কুষ্ঠ রোগ বিষয়ে মানুষের মাঝে আরও সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।
উক্ত র্যালী ও আলোচনা সভায় মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা, স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ কে, এম মঈন উদ্দিন, জুনিয়র কনসালটেন্ট(এ্যানেসঃ) ডাঃ নুনু মারমা, মেডিকেল অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :