• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০:২২ অপরাহ্ন

কৃষির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে গোপালঞ্জে কৃষি সম্মেলন অনুষ্ঠিত 


প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৫, ৬:৩১ অপরাহ্ন / ১৯
কৃষির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে গোপালঞ্জে কৃষি সম্মেলন অনুষ্ঠিত 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কৃষির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে কৃষি সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (০৮ জানুয়ারি) সকালে শেখ ফজলুল হক মণি স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

”শস্যপূর্ণ গোপালগঞ্জ খাদ্যে স্বয়ম্ভর বাংলাদেশ”-এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত কৃষি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। সম্মেলনের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আঃ কাদের সরদার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) বিশ্বজিৎ কুমার পাল,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েল, ফরিদপুর বিএডিসি’র যুগ্ম পরিচালক (সার) কৃষিবিদ এস. এম. ইকরামুল হক,  বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) বিনা উপকেন্দ্র গোপালগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদ, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি কে এম অলিউর রহমান বাবুল।

এছাড়াও সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক গঠন মূলক বক্তব্য রাখেন। সম্মেলনে জেলার সরকারি সকল দপ্তরের প্রধানসহ সহস্রাধিক কৃষক, কৃষি সংশ্লিষ্ট প্রতিনিধি ও সরকার অনুমোদিত সার ও বীজের ডিলারগণ অংশ নেন।

প্রবন্ধ ও অতিথিদের আলোচনায় কৃষিতে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা, গোপালগঞ্জ জেলার কৃষি সমস্যার বাস্তব সমাধান, জলাবন্ধতা নিরসন, কৃষি জমির উর্বরতা বৃদ্ধিতে রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈবসার ব্যবহারে গুরুত্বারোপ, ফসলের চির শত্রু ইঁদুর নিধনে বৈদ্যুতিক মরণফাঁদ ব্যবহার না করে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার, আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও ভেকু মেশিন দিয়ে কৃষি জমির টপ সয়েল কেটে ইটভাটায় বিক্রি না করা, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ কাটা থেকে বিরত থাকা সহ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানানো হয়।

পরে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক কৃষি সম্মেলনে অংশগ্রহণকারী সকল কৃষকদেরকে ফসল উৎপাদন থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বিষাক্ত কোন কেমিক্যালের ব্যবহার না করার জন্য শপথ বাক্য পাঠ করান।