• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে কিশোর গ্যাং কতৃক সাংবাদিককে প্রাননাশের হুমকি


প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২১, ৮:৩০ অপরাহ্ন / ১৫৭
কুষ্টিয়ার কুমারখালীতে কিশোর গ্যাং কতৃক সাংবাদিককে প্রাননাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়াঃ কুষ্টিয়ার কুমারখালীতে কিশোর গ্যাং কতৃক সাংবাদিককে প্রাননাশের হুমকি। গত (১০/০৮/ ২০২১) তারিখ বুধবার রাত ১০ঃ৩০ ঘটিকায় সময় নিজ বাড়ি ফেরার পথে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি মোঃ তাছবিরুল ইসলাম তন্ময় কে প্রাননাশের হুমকি দেন একই এলাকার কিশোর গ্যাং ।

অভিযোগ সুত্রে জানা যায়, জনপ্রিয় মোবাইল গেম ফ্রি ফ্রায়ার খেলাকে কেন্দ্র করে ও গেমের ডাইমোন্ড ব্যাবসার মাধ্যমে রাতুল (১৮) পিতাঃ শহীদ গড়ে তোলে উঠতি বয়সী কিশোরদের নিয়ে একটি গ্যাং।
গত (০৮/০৮/২০২১) ইং তারিখে স্থানীয় বড়দের মাঝে বসে ৮-১০ জন কিশোর গেম খেলাকালীন উচ্চস্বরে অকথ্য ভাষায় গালিগালাজ করার কারণে স্থানীয় বড়রা তাদের কে বকে তাড়িয়ে দেন।পরের দিন পূর্ব পরিকল্পিত ভাবে ঝামেলা বাধানোর চেষ্টায় গ্যাং লিডার রাতুলের নির্দেশে একই স্থানে যেয়ে গেম খেলা এবং উচ্চস্বরে অকথ্য ভাষায় গালিগালাজ করার কারণে স্থানীয় বড়রা চলে যেতে বললে অভিযোগে উল্ল্যেখিত তূর্য্য ও তাজু মারমূখী ভঙ্গিতে এগিয়ে আসলে এক প্রকার হাতাহাতির মাধ্যমে তারা চলে যায় এবং নিজ পিতামাতা ডেকে আনে।পিতামাতা এবং সর্ব সাধারনের সামনে রাতুল ও তার সঙ্গী জিসান বিভিন্ন ভয়-ভীতি ও পরে মারার হুমকি দেন।
এ বিষয়ে সাংবাদিক তাছবিরুল ইসলাম তন্ময় জানান, গত (১০/০৮/ ২০২১) ইং বুধবার রাত ১০ঃ৩০ ঘটিকায় সময় নিজ বাড়ি ফেরার পথে এলাকার কিশোর গ্যাং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন প্রকার ভয় ভীতি হুমকি ধামকি ও প্রান নাশের হুমকি দেয় ।তারই প্রেক্ষীতে (১১/০৮/২০২১) ইং তারিখে কুমারখালী থানাতে ৪ জনকে আসামী করে একটি সাধারণ ডায়েরি করি আমি যার জিডি নং ৪৯৯ তাং- ১১/০৮/২০২১ ইং । আসামীরা হলেন, জিসান (১৬) পিতাঃ রানা ২। রাতুল (১৭) পিতাঃ শহীদ বাবুর্চি ৩/তাজু (১৬) পিতাঃ মনে উভয় সাং বাটিকামারা ৪। তুর্য্য (১৭) পিতাঃ রহিম উভয় সাং দূরগাপুর।
কুমারখালী থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, থানায় একটি সাধারণ ডায়েরি পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।