নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ কুমিল্লা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এঁর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী উপ পরিদর্শক মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে কোতয়ালী থানাধীন ধর্মপুর পূর্ব চৌমুহনী স্টেশন রোডস্থ মেসার্স মাস্টার অটোবাইক সেন্টারের সামনে পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সোহেল (২২), পিতা: মো: শহীদ, সাং-সদর রসুলপুর, থানা: কোতয়ালী, জেলা: কুমিল্লা ১২ কেজি গাঁজা নিজ হেফাজতে বহন করে নিয়ে যাওয়ার সময় ডিএনসি-কুমিল্লা টিমের কাছে আটক হয়।
আসামীর বিরুদ্ধে সহকারী উপ পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(খ) ধারায় কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :