• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

কুমিল্লার হোমনা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করলেন নৌকার প্রার্থী সেলিম আহমাদ


প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৩, ১:৪৩ অপরাহ্ন / ৭৩
কুমিল্লার হোমনা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করলেন নৌকার প্রার্থী সেলিম আহমাদ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ এর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। হোমনা-তিতাস নির্বাচনী এলাকায় নৌকায় মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ এমপি বৃহস্পতিবার ( ২১ ডিসেম্বর ) আনুষ্ঠানিকভাবে এই প্রচারণার উদ্বোধন করেন। উৎসব মুখর এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের জনগণ আগ্রহের সাথে অংশগ্রহণ করেন। পাশাপাশি সেলিমা আহমাদ হোমনা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ রুহুল আমিন (সভাপতি, কুমিল্লা (উ:) জেলা আওয়ামী)। এ সময় আরও উপস্থিত ছিলেন রোশন আলী মাস্টার ( সাধারণ সম্পাদক, কুমিল্লা (উ:) জেলা আওয়ামী), অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (সিনিয়র সহ-সভাপতি, হোমনা উপজেলা আওয়ামী লীগ ও মেয়র, হোমনা পৌরসভা, কুমিল্লা), মহিউদ্দিন খন্দকার (যুগ্ম সাধারণ সম্পাদক,হোমনা উপজেলা আওয়ামীলী)