নিজস্ব প্রতিবেদক, নাঙ্গলকোট, কুমিল্লাঃ কুমিল্লা নাঙ্গলকোটে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। কার্যালয় মাঠে অনুষ্ঠিত আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সর্বমোট ১১ টি পিঠার স্টোল প্রদর্শনী করা হয়েছে। এতে প্রায় শতাধিক জাতের হাতে তৈরি পিঠা দেখা যায়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মেহবুব মোর্শেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, সহকারী কমিশনার ভুমি আস্রাফুল হক,পৌর মেয়র আব্দুল মালেক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মঞ্জুর মোরশেদ এডিসিসি-কুমিল্লা, আবু কাউসার এডিএফপি-কুমিল্লা, মোস্তফা কামাল ভুইয়া এডিএফপি- ব্রাহ্মণ বাড়িয়া সহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা গন।এছাড়াও উৎস অনুষ্ঠানে স্থানীয় লোকজনদের ভীড় দেখা যায়।
আপনার মতামত লিখুন :