• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন

কুমিল্লার দেবিদ্বার বাস, ট্রাক ও কভার্ড ভ্যানের সংঘর্ষে অন্তত ২০ জন আহত 


প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ন / ২৪
কুমিল্লার দেবিদ্বার বাস, ট্রাক ও কভার্ড ভ্যানের সংঘর্ষে অন্তত ২০ জন আহত 

এম রাসেল সরকারঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাস, ট্রাক ও কভার্ড ভ্যানের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চরবাকর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই গিয়াস উদ্দিন জানান। দুর্ঘটনার পর কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা আড়াইটার দিকে দুটি গাড়ি উদ্ধার করা হলে এক পাশ দিয়ে যান চলাচল শুরু হয়।

এতে দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের বরাতে এসআই গিয়াস উদ্দিন বলেন, চরবাকর এলাকায় কুমিল্লামুখী চলন্ত ট্রাকের চাকা ফেটে যায়। এ সময় ট্রাকের পেছনে একটি কভার্ড ভ্যানের ধাক্কা লাগে। এতে কভার্ড ভ্যানের সামনের অংশ চুরমার হয়ে যায়।

এ সময় রয়েল সুপার কোচ নামে একটি যাত্রীবাহী বাস কভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। তখন বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

স্থানীয় বাসিন্দা নবী হোসেন বলেন, বাস-ট্রাক ও কর্ভাড ভ্যানের সংঘর্ষের কারণে কুমিল্লা-সিলেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই দুর্ঘটনায় বাসের যাত্রীরা বেশি আহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

উদ্ধারকাজ প্রসঙ্গে এসআই বলেন, বড় রেকার ছাড়া ট্রাক-কর্ভাড ভ্যান সরানো সম্ভব ছিল না। ময়নামতি হাইওয়ে থানা থেকে রেকার এনে উদ্ধার কাজ শুরু করা হয়। সড়কের দুইপাশ দিয়ে যান চলাচল বিকালের মধ্যে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।