• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

কুমিল্লার আন্তর্জাতিক ইয়াবা মাফিয়া শাহআলমের ড্রাইভার সাদ্দাম বিমানবন্দরে ইয়াবা সহ আটক


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২১, ২:২৭ অপরাহ্ন / ২৭৩
কুমিল্লার আন্তর্জাতিক ইয়াবা মাফিয়া শাহআলমের ড্রাইভার সাদ্দাম বিমানবন্দরে ইয়াবা সহ আটক

বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লার আন্তর্জাতিক ইয়াবা মাফিয়া শাহআলমের ড্রাইভার সাদ্দাম বিমানবন্দরে ইয়াবা সহ আটক হয়েছে। প্রায় ৯ হাজার পিস ইয়াবা সৌদি আরবে পাচার কালে অবৈধ আইবিএন অনলাইন টিভির কথিত এমডি আন্তর্জাতিক মাদক কারবারি শাহআলম এর ব্যক্তিগত ড্রাইভার বল্লাভপুর এলাকার সাদ্দাম আটক। এয়ারপোর্ট আর্মড পুলিশ তাকে আটক করে। সকাল ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক সংবাদ সম্মেলনে জানান, ওমান এ্যায়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের দাম্মামে ইয়াবাগুলো পাচার করতে চেয়েছিল। কিন্তু স্ক্যানিংয়ের আগেই সেগুলো ধরা পড়ে।

তিনি জানান, ল্যাগেজের ভেতরে বিশেষ কৌশল লুকানো ছিল ইয়াবা। প্রথমে অস্বীকার করলেও তল্লাশিতে ধরা পড়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানিয়েছে, কুমিল্লার এক ব্যক্তির কাছ থেকে ৮ হাজার ৯৫০ পিস ইয়াবা সংগ্রহ করে সে। দাম্মামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেবার কথা ছিল।

এর আগেও আসামী সাদ্দামের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।