• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে ১২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিএনসি


প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৩, ১:০০ অপরাহ্ন / ১৮০
কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে ১২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিএনসি

কে এম সাইফুর রহমান, স্টাফ রিপোর্টারঃ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা ডিএনসি ।

রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক তমাল মজুমদারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ আলী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

পরে মাদকসহ আটককৃত অভিযুক্তের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।