নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামঃ স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে ৬ দিন মেয়াদী কুড়িগ্রাম জেলা পুলিশের দক্ষতা উন্নয়ন ১১ তম ব্যাচেরন কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ।
এরই ধারাবাহিকতায় পুলিশের অভ্যন্তরিন শৃঙ্খলা ও সন্মানিত নাগরিকের পূর্বের থেকে আরো বেগবান হয়ে সেবা প্রদানের লক্ষ্যে গত ২৭ মে থেকে ১ জুন তারিখে ৬ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের (১১তম ব্যাচ) এর সমাপনী এবং সনদপত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সাজ্জাদ হোসেন, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।