মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ নড়াইলের কালিয়া উপজেলার বারইপাড়া খোয়াঘাট এলাকা থেকে গত ১৫ আগষ্ট একটি অজ্ঞাতনামা মহিলার হাত-পা কাটা মস্তকবিহীন লাশ উদ্ধার করে কালিয়া থানা পুলিশ। এলাকাবাসী সুত্রে খবর পেয়ে এসআই ইকবাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অজ্ঞাত লাশটি উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পুলিশের ধারনা লাশটিকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। অজ্ঞাতনামা লাশের হত্যা রহস্য উদঘাটন এবং পরিচয় সনাক্ত করতে পুলিশ প্রশাসন সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।
এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুসরন করে আমাদের অনুসন্ধান কাজ চলছে। তবে এ পর্যন্ত লাশ সনাক্তের জন্য তার পরিচিত কেউ বা স্বজনরা আমাদের সাথে যোগাযোগ করেন নাই। লাশের পরিচয় সনাক্ত হলে হত্যার জট খুলবে। তিনি আরো বলেন, সাম্প্রতিক কারো কোন স্বজন বা পরিচতি কেউ হারিয়ে গেয়ে যেন কালিয়া থানায় যোগাযোগ করেন।
আপনার মতামত লিখুন :