• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ অপরাহ্ন

কারাবন্দী যুদ্ধাপরাধ মামলার আসামি ফজর আলী ঢামেকে মৃত্যু


প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৩, ৪:১১ অপরাহ্ন / ১১৫
কারাবন্দী যুদ্ধাপরাধ মামলার আসামি ফজর আলী ঢামেকে মৃত্যু

এম রাসেল সরকারঃ ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ফজর আলী গাজী (৭১) মারা গেছেন। বুধবার ভোরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মোহাম্মদ পিয়াস জানান, ভোর ৬টার দিকে কেন্দ্রীয় কারাগারে ওই বন্দী অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। ওই ব্যক্তি কোন জেলার মানবতাবিরোধী অপরাধী হিসেবে বন্দী ছিলেন তা জানাতে না পারলেও পিয়াস বলেন, তার হাজতি নম্বর ৪০৯১২/২২। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্টদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।