• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

কষ্টের বর্ণমালা


প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২০, ৭:১০ অপরাহ্ন / ৪৫২
কষ্টের বর্ণমালা

কষ্টের বর্ণমালা
কুসুম তাহেরা

নিঃশব্দে আর্তনাদ করে আমার কষ্টের বর্ণমালা
প্রাচীন বৃক্ষের গভীর শেকড়ে
গেঁথে আছে তার ছাঁয়া!
শ্যাওলা ধরেছে,ধরিত্রি কেমন ম্রিয়মান!
আগুনমুখো সৃর্যটা তাই গেয়ে যায় বিদায়ী গান!
তুমি বুকের ভেতর বুনেছো কষ্ট
আগ্নেয়গিরির আস্ফালন
তুমি আমার চিরচেনা সেই
ঈশ্বরের গাওয়া কষ্টের গান।