• ঢাকা
  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন

কর্ণেল অব. মুহাম্মদ ফারুক খানকে পুনরায় মনোনয়ন দেওয়ায় নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৩, ১২:৩৯ অপরাহ্ন / ৫৫
কর্ণেল অব. মুহাম্মদ ফারুক খানকে পুনরায় মনোনয়ন দেওয়ায় নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুহাম্মদ ফারুক খানকে গোপালগঞ্জ-১ আসনে ষষ্ঠবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে পুনরায় মনোনয়ন দেওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। সোমবার দুপুরে রাজধানীর ক্যান্টনমেন্টে মুহাম্মদ ফারুক খানের নিজ কার্যালয়ে নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান।

এ সময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ রবিউল আলম শিকদার, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে গত ২৬ তারিখ বিকালে গোপালগঞ্জ-১ আসনে মুহাম্মদ ফারুক খানকে পুনরায় নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ রবিউল আলম শিকদার ও সাধারণ সম্পাদক মোঃ সাহিদুর রহমান টুটুলের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাক-র্মীরা আনন্দ মিছিল বের করেন।