• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

করোনাভাইরাস : ১৬ জেলা টিকায় পিছিয়ে


প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২২, ১২:১৮ অপরাহ্ন / ২০৫
করোনাভাইরাস : ১৬ জেলা টিকায় পিছিয়ে

নিজস্ব প্রতিবেদক : দেশের মোট জনসংখ্যার ৪৩ শতাংশ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছে। এ ক্ষেত্রে ১৬টি জেলা পিছিয়ে আছে। এই পরিস্থিতিতে আজ খ্রিষ্টীয় নতুন বছরে সারা দেশের করোনা টিকার বড় ক্যাম্পেইন (প্রচারণা) শুরু হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, করোনা টিকার এটিই হবে সবচেয়ে বড় ক্যাম্পেইন।

পরিসংখ্যান বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের হাতে গতকাল শুক্রবার পর্যন্ত ৯ কোটির বেশি টিকা রয়েছে। টিকার বড় মজুত গড়ে ওঠায় বড় আকারের ক্যাম্পেইন করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে পিছিয়ে থাকা ১৬টি জেলার তালিকা পাওয়া গেছে। এর মধ্যে আছে: ভোলা, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, কুমিল্লা, ফরিদপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট। এসব জেলায় মোট জনসংখ্যার ৪০ শতাংশ এখনো টিকা পাননি। অন্যদিকে গাজীপুর জেলায় টিকাদানের হার সবচেয়ে বেশি। এই জেলায় ৫৬ শতাংশ মানুষ ইতিমধ্যে টিকা পেয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।