• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন

কমিউনিটি অ্যাকশন মিটিং এ সদ্যপুস্করনী কুন্ডি উপ-স্বাস্থ্যকেন্দ্রের সেবার মানোন্নয়নের দাবী সেবা গ্রহীতাদের


প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন /
কমিউনিটি অ্যাকশন মিটিং এ সদ্যপুস্করনী কুন্ডি উপ-স্বাস্থ্যকেন্দ্রের সেবার মানোন্নয়নের দাবী সেবা গ্রহীতাদের

রবিউল ইসলাম, রংপুরঃ ২৯ অক্টোবর ২০২৪, রংপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি-এর অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সদ্যপুস্করণী-এর আয়োজনে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের কুন্ডি উপ-স্বাস্থ্যকেন্দ্রের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানোন্নয়নে সেবাগ্রহীতাদের সাথে কর্তৃপক্ষের কমিউনিটি অ্যাকশন মিটিং আয়োজন করা হয়। সভায় অতিথি হিসেবে ছিলেন রংপুর সদরের সদ্যপুস্করণী ইউনিয়নের চেয়ারম্যান মো: সোহেল রানা এবং সনাক রংপুরের সহ-সভাপতি প্রফেসর মো: শাহ আলম।

এসিজি’র সহ-সমন্বয়ক মোছা: মরিয়ম নেছা এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: আলমগীর কবির। উক্ত সভায় উন্মুক্ত আলোচনায় সেবাগ্রহীতাগণ বিভিন্ন দাবী ও পরামর্শ তুলে ধরেন। এ সময় সেবাগ্রহীতা নাগরিকগণ সেবাকেন্দ্রে সেবার ক্ষেত্রে বিভিন্ন দাবী তুলে ধরেন যেমন-সেবাসম্পর্কিত তথ্যবোর্ড, প্রাথমিক সকল চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী নিশ্চিত করা, প্রত্যাশিত ঔষধ, অফিসের সময়সূচি মেনে চলা, রোগীদের বসার ব্যবস্থা করা, সেবাদানকারীদের যথাসময়ে উপস্থিত হওয়াসহ অবহেলিত এ স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক সেবার মান বৃদ্ধির দাবী জানান।

ও দাবীর প্রেক্ষিতে উপস্থিত উক্ত উপ-স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার মো: রুহুল আমীন বলেন, সরকারি পর্যাপ্ত বরাদ্দ নেই, অবকাঠামো ও চিকিৎসা সামগ্রির ঘাটতি রয়েছে সে সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি এবং আগামীতে আরো চেষ্টা করা হবে। সদ্যপুস্করণী ইউনিয়নের চেয়ারম্যান মো: সোহেল রানা বলেন এ স্বাস্থ্যকেন্দ্রের যে অবকাঠামোগত সমস্যা রয়েছে তার যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরে কিভাবে সেবার মান বাড়ানো যায় সে লক্ষ্যে যথাসম্ভব উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন। সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা বাধ্য। একইসাথে তিনি বিভিন্ন সীমাবদ্ধতা ও তথ্য না জানার কারণে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে ভুলবুঝাবঝির সযোগ তৈরী হয়। এধরণের আয়োজনের জন্য সনাক-টিআইবিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপজেলার অন্যান্য ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রেও এ বিষয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন। সীমাবদ্ধতা সত্ত্বেও কিভাবে নাগরিকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা যায় তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সনাক, রংপুরের সহ-সভাপতি প্রফেসর মো: শাহ আলম সেবার মানোন্নয়নে স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে সমস্যাগুলো সনাক এর মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস প্রদান করেন। একইসাথে তিনি নিজেরা সচেষ্ট হয়ে চিহ্নিত স্থানীয় পর্যায়ে সমাধানযোগ্য সমস্যা দ্রুততার সাথে সমাধান করে অত্র প্রাচীন এ উপস্বাস্থ্যকেন্দ্রকে প্রান্তিক পর্যায়ে জনগণের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জোর দাবী জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য, এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ, উপ-স্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিসহ প্রায় অর্ধশতাধিক নাগরিকবৃন্দ।