• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

কপোতাক্ষের ভাঙ্গনের ফলে পাইকগাছাসহ বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের আশংকা


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৪, ৫:১৪ অপরাহ্ন / ১২
কপোতাক্ষের ভাঙ্গনের ফলে পাইকগাছাসহ বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের আশংকা

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের অব্যাহত ভাঙ্গনে উপজেলার দরগামহল, রামনাথপুরসহ ৫টি গ্রাম প্রায় বিলীন হয়ে গেছে। যে কোন মুহুর্তে দরগামহল ও রামনাথপুর সংলগ্ন পিচের রাস্তা ভেঙ্গে পাইকগাছার সাথে খুলনাসহ বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার আশংকা করছে সর্বসাধারণ।

সরজমিনে গেলে স্থানীয়রা জানান, উপজেলার কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ের দরগামহল, রামনাথপুর, হবিবনগর মালত, সিলেমানপুর গ্রামের আগড়ঘাটা বাজার থেকে দর্গামহল রামনাথপুর কাটাখালী পুজামন্ডব পর্যন্ত কপোতাক্ষ নদের ভাঙ্গন অব্যহত রয়েছে। ইতোমধ্যে হাবিনগর, দরগামহল ও রামনাথপুর গ্রাম প্রায় সম্পুর্ণ বিলীন হয়ে গেছে। অবশিষ্টিত নদের ধার দিয়ে থাকা খুলনা-পাইকগাছা প্রধান সড়কের পাশে অস্থায়ী বসবাসকারী ২১টি পরিবার চরম হুমকির মুখে বলে জানান স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল মজিদ।

স্থানীয়রা আরো জানান, যে কোন মুহূর্তে পিচের প্রধান সড়কটি নদী গর্ভে বিলীন হয়ে গেলে পাইকগাছাসহ দক্ষিণ অঞ্চলের সড়ক পথে যাতয়ত বন্ধ হয়ে পড়বে এমন আতংকে এলাকাবাসী।

জানা যায়, ইতোমধ্যে বিলীন হয়ে গেছে প্রায় ৫ হাজার পরিবার, রামনাথ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অগ্রদুত সংঘ, মালোপাড়া পুজা মন্ডব, মাজার, বাজারসহ ঐতিহাসিক দর্গামহল জামে মসজিদ। এ দিকে খুলনা-পাইকগাছা প্রধান সড়কের পরিবর্তন ঘটেছে দুবার।

অতি সম্প্রতি স্থানীয় সৈয়দ রুহুল আমিন, রুস্তম আলী গাজী, আব্দুল জব্বার সরদার, শেখ আরিফ হোসেন, সাধন বিশ্বাসসহ ২৫-৩০টি পরিবারের একাংশ নদীগর্ভে চলে গেছে। বর্তমান তাদের অসহায়ত্বের মধ্যে নির্ঘুম রাত-দিন কাটছে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ। সড়ক ও জনপদ বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের নিকট চিঠির মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।