• ঢাকা
  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

কঠোর লকডাউনে সীমিত পরিসরে কিছু অফিস খোলা থাকবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী 


প্রকাশের সময় : জুন ২৬, ২০২১, ৯:৫৯ অপরাহ্ন / ২১৬
কঠোর লকডাউনে সীমিত পরিসরে কিছু অফিস খোলা থাকবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী 

ঢাকা অফিসঃ আগামী সোমবার (২৮ জুন) থেকে শুরু হওয়া কঠোর লকডাউনে সীমিত পরিসরে কিছু অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার গণমাধ্যমকে তিনি এমনটাই জানান।জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনা সংক্রমণরোধে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দেওয়া হয়েছে। কঠোর লকডাউনে সব সরকারি-বেসরকারি অফিস ও গণপরিবহন বন্ধ থাকবে। তবে আমাদের অর্থবছর শেষ হচ্ছে। অ্যাকাউন্ট সেকশন, এনবিআর রিলেটেড অফিসগুলো সীমিত পরিসরে খোলা থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, এর পাশাপাশি জরুরি সেবামূলক কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের কিছু শাখার কার্যক্রম চলবে। এসব প্রতিষ্ঠান ছাড়া লকডাউনে সবকিছু বন্ধ থাকবে।

এদিকে আগামী সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন পালন করা হবে। এসময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। গতকাল শুক্রবার রাতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতাবহির্ভূত থাকবে।
এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলে জানা গেছে।